WEST BENGAL ASSEMBLY ELECTIONS-2011

VOTE FOR LEFT FRONT CANDIDATES TO REELECT LEFT FRONT GOVERNMENT OF WEST BENGAL FOR 8TH SUCCESSIVE TERM

Sunday, March 20, 2011

BHATPARA: NEPAL DEB BHATTAHCARJEE, CPI (M) CANDIDATE, CAMPAIGNS AMONGST COMMON PEOPLE

CLICK TO ENLARGE

1 comment:

Anonymous said...

‘‘ভিডিওকনের পর এবার অ্যাস্টনফিল্ড। ঘরে ঘরে গ্রিডের মাধ্যমে সৌর বিদ্যুৎ পৌঁছে দিতে অ্যাস্টনফিল্ড রিনিউয়েবল রিসোর্স-ও রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার সঙ্গে পাকা চুক্তি করছে। আগামী সোমবার সেই চুক্তি বা পি পি এ (পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট) স্বাক্ষর করবে সংস্থা। জ্বালানির সঙ্কট মেটানো ও দূষণ হ্রাসের লক্ষ্যে অপ্রচলিত শক্তি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ চলছে পশ্চিমবঙ্গে। রাজ্য বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের নির্দেশ, ২০১২-এর মধ্যে রাজ্যের বিদ্যুৎ সরবরাহের ১০% হতে হবে বিকল্প বিদ্যুৎ। সম্প্রতি ভিডিওকন, অ্যাস্টনফিল্ড ও মুকেশ আম্বানির রিলায়্যান্সসহ কিছু সংস্থা ২২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রায় ৪৫০ কোটি টাকা লগ্নির প্রস্তাব দেয়। সৌর বিদ্যুৎ বিক্রিতে প্রথম পাকা চুক্তি করে ভিডিওকন। পু্রুলিয়ার রঘুনাথপুরে ২৫০ কোটি টাকায় ১০ মেগাওয়াটের প্রকল্প গড়ছে তারা। আর অ্যাস্টনফিল্ড ১০০ কোটি টাকায় পাঁচ মেগাওয়াটের প্রকল্প গড়ছে বাঁকুড়ার হরিয়াগারা মৌজায়। এ বছরেই শুরু হবে কাজ। ২০০৯-এর শেষে হবে বাণিজ্যিক উৎপাদন। হরিয়ানা, উত্তর প্রদেশ, গুজরাত, বিহার ও রাজস্থানেও এ ক্ষেত্রে সংস্থা লগ্নি করবে, জানান অন্যতম কর্তা সৌরভ সেন। তবে আদতে চন্দননগরের বাসিন্দা সৌরভবাবুর লগ্নি-তালিকায় প্রথম থেকেই শীর্ষে এ রাজ্য।’’ (সূত্র :আনন্দবাজার, ১৫-১১-২০০৮)।
http://ganashakti.com/bengali/features_details.php?featuresid=109#motamot
question:
মাত্র ১৫ মেগাবাট (১০ মেগাবাট + ৫ মেগাবাট) বিদ্যুত প্রকল্প করে কিভাবে রাজের ১০ পার্সেন্ট বিদ্যুত সরবরাহ করবে এই রেনেবাব্লে প্রকল্প দুটো, তাও ২০১২ এর মধ্যে, আমি থিন্ক বুঝতে পারলাম না. যেখানে রাজের এখন বিদুয়্ত উদপাদন ১৬০০০ মেগাবাট এর কাচ্চাকাচি. এর ১০ পার্সেন্ট হলো ১৬০০ মেগাবাট. এটাও কি বক্রেশ্বর এর মত বাংলাবাসী কে টুপি পড়ানোর একটা প্রচেষ্টা?